যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক যাত্রাপথ সরস্বতী সম্মান

যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক যাত্রাপথ সরস্বতী সম্মান

দেবশ্রী মুখার্জী : যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যাত্রাপথ সরস্বতী সম্মান যেখানে রাজ্য , দেশ ও দেশের বাইরের বহু নামি বাড়ি , ক্লাব ও বিদ্যালয়ের পুজো উদ্যোক্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে | এরপর তাঁদের মধ্যে থেকে আটচল্লিশ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হন, এর পাশাপাশি এবছর থেকে যাত্রাপথের উদ্যোগে চালু হয় “দ্যা সিলভার সরস্বতী অ্যাওয়ার্ড ” ছটি সেরার সেরা পুজোর হাতে এই রৌপ্য পুরস্কার তুলে দেন কিংবদন্তি চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় এবং ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শ্রী শাস্বত বসু, যাত্রাপথের সহ-সভাপতি বিশিষ্ট সেতারবাদক বিদুষী মিতা নাগ সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সৌম্যাদিত্য মুখার্জী |


আন্তর্জাতিক এই রৌপ্য সম্মান লাভ করেন চ্যাটার্জীহাট -এর শ্রী অরিন্দম পাত্রের পরিবার , কালিন্দি এভারগ্রিন ক্লাব , সায়ান ঘোষ একাডেমী , সহ আরো অনেকে এছাড়াও পুরস্কার লাভ করেন – তোকদার বাড়ি, কল্পতরু, টেগোরে ফাউন্ডেশন, শ্রীনাথ মুখার্জী লেন, নবকিশোর সংঘ, রাম নিবাস, এন্টালি খেয়ালি সংঘ ,পাথুরিয়াঘাটা স্পোর্টিং , রক্ষিত বাড়ি , দেব বাড়ি সহ বাংলার বহু নামকরা পুজো | বিচারকমণ্ডলীর কথায় উঠে আসে যাত্রাপথের বিবিধ উন্নয়নমূলক কাজের নিদর্শন |অনুষ্ঠানে অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন – সুস্মিতা বসু মল্লিক , সুজাতা পাড় মধুরিমা সুর , নন্দিতা বিশ্বাস সাহা ও শিশুশিল্পী কাহন দাস ; তবলায় ছিলেন অভিক গাঙ্গুলি , সেতার পরিবেশন করেন লক্ষ্মী ব্যানার্জি , আরতি পাল , অর্চনা পাল ও সংযুক্তা ব্যানার্জী | যাত্রাপথের কর্ণধার বিশিষ্ট সেতারবাদক শ্রী অভিরূপ ঘোষ জানান, সরস্বতী পুজোর প্রতিযোগিতায় যাত্রাপথের এই রৌপ্য পুরস্কার বর্তমানে দেশ ও দেশের বাইরেও অন্যতম শ্রেষ্ঠ সরস্বতী সম্মান হিসেবে আত্মপ্রকাশ করেছে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )