
তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত শ্যামা সম্মান 2023 (২ য় পর্ব)
নিউজ ডেস্ক : কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন কালী পূজোর মন্তপ পরিদর্শনে ছিলেন আমাদের বিচারক রা ৷ তাদের বিচারে শুধু থিম পূজো নয় যে সব পূজো কমিটিগুলি তাদের পূজোয় কোন না কোনভাবে সমাজ সচেতনতার বর্তা বহন করছে সেই সব পূজো গুলিকে সম্মান জানাতে তৃতীয় নয়ন পত্রিকার পক্ষ থেকে আয়োজিত হল ‘শ্যামা সম্মান 2023’ |
ভবানীপুরের সেরা পূজো:


ভবানীপুরের মেরিনন্দন স্ত্রীটির নীতি সংঘের পূজো ৭০ তম বর্ষে পদার্পন করেছে ৷ এ বছর ‘ভবানীপুরের সেরা পূজো ‘ সম্মানে ভূষিত হয়েছে এই পুজো ৷ এ পুজোর চেয়ারম্যান বিধায়ক মদন মিত্র, প্রেসিডেন্ট বেঙ্গল বেঙ্গল অলিম্পিকে সভাপতি
বাবুন ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান বাবলু সিং | পুজো কমিটির সেক্রেটারি ভিকি সাউ , রানা রায় ও অন্যান্য সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ‘ভবানীপুরের সেরা পুজো এর সম্মান |
দমদমের সেরা পূজো :


দমদমের’ নলতা ইয়াং ক্লাব‘ এর ৫৯ তম বর্ষের পূজোর এ বছরের থিম ছিল’ সহজ পাঠ’ ৷ কবিগুরুর সম্মানে বাংলা ভাষার প্রাধান্যে তৈরি এই মন্ডপ জিতে নেয় দমদমের সেরা পূজো সম্মান| এই পুজো কমিটির সম্পাদক অমৃতলাল গুহ , কমিটির সদস্য সৈকত গুহ ও অন্যান্যদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান |বরাহনগরের সেরা পূজো :
আলম বাজারের ‘মহাভারত বালক সংঘ’ এর পুজো এ বছর ৪০ তম বর্ষে পদার্পণ করেছে ৷তাদের থিম ছিল ‘নরকের দরজা’ ৷

এই পুজো বিচারকদের বিচারে বরানগরের শ্রেষ্ঠ পুজোর স্থান পেয়েছে ৷ এই পুজো কমিটির সেক্রেটারি অজয় গুপ্ত ও অন্যান্য সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান |
