SBI SC/ST& OBC এমপ্লয়িজস কাউন্সিলের ২১ তম বার্ষিক সভা
সন্দীপন মান্না : SBI SC/ ST & OBC এমপ্লয়িজস কাউন্সিল কলকাতা সার্কেলের পক্ষ থেকে ১৪ই ডিসেম্বর মহাজাতি সদনে তাদের ২১ তম অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হলো | এই সংগঠনের কলকাতার শাখার অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরও শাখার মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয় আগামীতে এস বি আই ব্যাংকিং পরিষেবা আরো উন্নততর করতে ও তাদের সংগঠনের সদস্যরা যাতে আগামী দিনে কর্মক্ষেত্র থেকে বিবিধ ও সুযোগ সুবিধার সাথে ব্যাংকের গ্রাহকদের আরো উন্নততরো পরিষেবার দিতে পারে সেই পথেই অগ্রসর হবার লক্ষ্যে এগিয়ে থাকবে সংগঠনের এই শাখা | উক্ত আলোচনা সভায় বিশিষ্ট অতিথি রুপে দেখতে পাওয়া গেল সংসদ প্রতিমা মন্ডলকে | এছাড়াও উপস্থিত ছিলেন এস বি আই Sc / ST & obc এমপ্লয়িজস কাউন্সিল কলকাতা সার্কেলের চিপ জেনারেল ম্যানেজার সত্যেন্দ্র সিং , সংগঠনের ন্যাশনাল প্রেসিডেন্ প্রমোদ ইন্দল , এই সংগঠনের কলকাতার সার্কেলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস , জেনারেল সেক্রেটারী বিশ্বজীৎ মন্ডল সহ অন্যান্যরা |