SBI এর সামাজিক কর্মসূচী পালন

সন্দীপন মান্না : ১৪ ই এপ্রিল ১৩৩ তম আম্বেদকরের জন্মজয়ন্তী পালনে কলকাতা স্ট্যান্ডরোডের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লোকাল হেড অফিসে হয়ে গেল ব্লাড ডোনেশন ক্যাম্প , বিনামূল্যে স্বাস্থ্য শিবির স্টুডেন্ট হেলথ হোমের তত্ত্বাবধানে |

এদিন প্রায় ১৫০ জন রক্তদাতা রক্ত দান করে | এর সাথে ৬২ জন বাচ্চাদের খেলার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বি আই কলকাতা সার্কেল সি জি এম প্রেম অনুপ সিনহা , এছাড়াও ডি জি এম সি ডি ও দিনেশ গোরধন ভার্মা , এস বি আই ন্যাশনাল ফেডারেশন এসি /এসটি এমপ্লয়ি রজত কুমার দাস। তাছারা উপস্থিত ছিলেন এস বি আই Sc/ st ও obc এমপ্লয়িজ কাউন্সিল বেঙ্গল সার্কেল এর প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস ও সেক্রেটারি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )