I GLAM মিস্টার , মিস এন্ড মিসেস ইন্ডিয়া 2024 -2025 এর গ্রান্ড ফিনালে
সন্দীপন মান্না : 22 শে ডিসেম্বর অনুষ্ঠিত হল I-Glam মিস্টার, মিস এন্ড মিসেস ইন্ডিয়া 2024 ও 2025 এর গ্র্যান্ড ফিনালে | মিস্টার, মিস ও মিসেস বিভাগে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্য থেকে আগত প্রতিযোগীরা এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে | আই গ্ল্যামের কর্ণধর ও ডিরেক্টর দেবযানী মিত্রের বিশেষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই বিউটি প্রেজেন্ট শোতে বিচারকের আসনে ছিলেন ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা , মিসেস ইন্ডিয়া 2020 কল্পনা সুরানা , মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক 2024 দিশা গুপ্তা , I – GLAM মিস ইন্ডিয়া 2024 শ্রুভাবতী চৌধুরী ও I-Glam মিস্টার বিহার 2022 অরিওমান রাজ |
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার ডঃ অরিজিৎ কুমার নিয়োগী , ডিজাইনার অয়ন ইন্দু , ডিজাইনার তাপস রাজ দত্ত সহ বহু বিশিষ্ট্য ব্যক্তিবর্গরা |
বিচারকদের বিচারে I – GLAM MR, Miss & MRS INDIA 2024-2025 এই প্রতিযোগীতায় যারা খেতাব জিতলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মিস্টার ইন্ডিয়া ইউনিভার্স 2024 – 25 এই খেতাব জিতলেন ঋত্তিক কাশ্যপ , মিস্টার ইন্ডিয়া ওয়ার্ল্ড সম্মান পেলেন দীপ নিগম , মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন মেহের বালমিকি , মিস ইন্ডিয়া নোবেল কুইন সম্মান পেলেন শ্বেতা ভারতী , মিসেস ইন্ডিয়া ইউনিভার্স2024-2025 এই খেতাব জিতলেন দিপিকা সাহানি | মিসেস ইন্ডিয়া প্ল্যাটিনাম সম্মান পেলেন পূজা সিং |