দশম তম বর্ষের ঋতু উৎসবে চাঁদের হাট
সন্দীপন মান্না : প্রয়াত মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা নিবেদনে ও রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য দৃষ্টান্তে থাকা চলচিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদনে, রূপান্তরকামী আইনজীবি মেঘ সায়ন্তনীর প্রচেষ্টায় গড়ে ওঠা রূপান্তরকামী শিল্পীদের নিয়ে নৃত্যগোষ্ঠী রুদ্র পলাশের নিবেদনে অনুষ্ঠিত হলো ৩ রা সেপ্টেম্বর কলকাতার জ্ঞান মঞ্চে দশম তম বর্ষের ঋতু উৎসব |
এই অনুষ্ঠানে রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য ‘ নতুন প্রাণ দাও ‘ এর মধ্যে দিয়ে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা অর্পণ করা হয় | অলোক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন এম এম আইসি দেবাশীষ কুমার | এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের ‘ ঋতু সম্মান ‘ প্রদান অনুষ্ঠান। এদিন মঞ্চ থেকে যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেত্রী লিলি চক্রবর্তী , সোহাগ সেন , মমতা শঙ্কর , মালবিকা সেন , ডঃ শঙ্কর ঘোষ , অনুসূয়া মজুমদার , ভাস্বর চ্যাটার্জী সহ অন্যান্যরা |