কলাক্ষেত্রমের নিবেদন ‘ মহা মানবের সাগর তীরে ‘

কলাক্ষেত্রমের নিবেদন ‘ মহা মানবের সাগর তীরে ‘

কলাক্ষেত্রমের নিবেদন ‘ মহা মানবের সাগর তীরে ‘

সন্দীপন মান্না : ২৮ শে আগস্ট কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা ‘ মহা মানবের সাগর তীরে ‘ | মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় কলাক্ষেএম এর নিবেদনে ‘মহামানবের সাগর তীরে’ নৃত্য গীতি আলেক্ষ অনুষ্ঠিত হল যেসব বীর কবিদের গান ,কবিতা, নাটক দেশ স্বাধীনের সময় বিপ্লবীদের সাহস জুগিয়ে ছিল সেই সব কবিদের কবিতা ,গান ও নাটকের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা অর্পনে |

কলাক্ষেত্রমের অন্যতম কর্ণধার সুস্মিতা ভট্টাচার্যের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে স্বদেশ চেতনার মধ্য দিয়ে সাংস্কৃতিক বিকাশে এগিয়ে যাওয়া এই অনুষ্ঠানে গোটা দেশ তথা বাংলায় যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার দোষীদের শাস্তির দাবিতে শিল্পীরা ওই দিন অনুষ্ঠানে সোচ্চার হোন অভায়া শক্তির মধ্যে দিয়ে | এদিন অনুষ্ঠানে যে সব শিল্পীরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে মহামানবের সাগর তীরের সংকলন ও রচনায় ডঃ চন্দ্রমল্লী সেনগুপ্ত ও মেঘনা নন্দী , পরিচালনায় সুস্মিতা ভট্টাচার্য , নৃত্য উপদেষ্টা ডঃ শুভাশিস ভট্টাচার্য , ভাষ্য পাঠে শুভদীপ চক্রবর্তী ও মেঘনা নন্দী , এছাড়াও অতিথি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন কোহিনূর সেন বরাট ,পলি গুহ , অর্ণব বন্দোপাধ্যায় ,সুস্মিতা নন্দী ,রাজীব সাহা , মৌমিতা সাহা ও পারমিতা মৈত্র | উক্ত অনুষ্ঠানে স্বদেশ চেতনায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে শিল্পীদের শিল্পকলা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রশংসা লাভ করে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )