১৪ তম বঙ্গ শিরোমনি সম্মানপ্রদান উৎসব ২০২৪
সন্দীপন মান্না : ২১ শে আগস্ট কলকাতা প্রেসক্লাবে রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ১৪ তম বঙ্গ শিরোমনি সম্মান প্রদান উৎসব ২০২৪। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী , সভাপতি দেবযানী ঘোষ , সম্পাদক অনুপ কুমার বর্ধন , সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার, আলি আসরব মিঞা ,কৌশিক ভাদুড়ী , অরূপ গুহ , সহ: সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্ব চেষ্টায় প্রতিষ্ঠিত ও সমাজিক চেতনা বৃদ্ধিতে যারা কাজ করে চলেছে এদিন সেই সব ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয় |
এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মন্ডল, অপরাজিতা গাঙ্গুলী, কৌশিক ভাদুরী, অরূপ গুহ , আলি আসরব মিঞা(জালাল মিঞা), মহাশ্বেতা মুখার্জী, মেঘ সায়নতনি ঘোষ, শাগুফতা হানাফি , তপন জানা ,ড. সরবনী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দলুই |সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অনুপ কুমার বর্ধন আর মৌসুমী বর্ধন।