বিশ্ব যোগ দিবস পালন গোবরডাঙায়
সন্দীপন মান্না : ২১ শে জুন ওয়ার্ল্ড যোগা ডে পালিত হল গোবরডাঙায় | রবীন্দ্র নাট্য সংস্থা গোবরডাঙ্গার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের উদ্যোগে ও ন্যাশনাল যোগা জাজ কোচ গণেশ চন্দ্র পালের তত্ত্বাবধানে গোবরডাঙা মিলন সংঘ ক্লাব প্রাঙ্গনে পালিত হল বিশ্ব যোগ দিবস |
নতুন প্রজন্মের কাছে যোগের বিশেষত্ব ও তাৎপর্য তুলে ধরে তা শারীরিক সুস্থতার ক্ষেত্রে কতটা সহায়ক এর সাথে মানসিক দৃঢ়তা গঠনেও কতটা উপযোগী তা ব্যাখ্যা করা হয় |
এই দিন যোগা ক্যাম্পে অংশ নেওয়া প্রায় ৩০ জন ছোট থেকে বড় সকলকেই সংস্থা থেকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় | উক্ত অনুষ্ঠানটির সফলতায় সহযোগিতা করে সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য ও ট্রেজারার ঋতুপর্ণা মুখার্জি সহ অন্যান্যরা |
CATEGORIES স্বাস্থ্য