যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে সাইনবোর্ড হবে বাংলায় ! এরই দাবি বাংলাপক্ষর
সন্দীপন মান্না : বাঙালির দাবিতে সোচ্চার হওয়া সংগঠন ‘বাংলাপক্ষ’ | এই বাংলা পক্ষর উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার পক্ষ থেকে সম্প্রতি দমদম পৌরসভায় এক ডেপুটেশন জমা দেওয়া হয় এই বিষয়ে যে উক্ত পৌরসভার অন্তর্গত যে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের সাইনবোর্ড বা হোর্ডিং লেখার সময় যাতে বাংলা ভাষাকে বাধ্যতামূলকভাবে ব্যবহার করে এরই দাবিতে |
এরপর এই কর্মসূচীকে সক্রিয় করতে এক ধাপ এগিয়ে সংগঠন থেকে ৩ রা মে বাংলা পক্ষ উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায়ের নেতৃত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দমদম ১ নম্বর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে যাদের সাইনবোর্ড বাংলা ভাষায় লেখা আছে তাদের যেমন সাধুবাদ জানায় তেমনি যাদের সাইনবোর্ডে বাংলা ভাষায় নেই তাদের সাইনবোর্ড লেখাতে অন্য ভাষার সাথে বাংলা ভাষা লেখারও আরজি জানানো হয় | এই দিন সংগঠন থেকে সম্পাদক পিন্টু রায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ দে , সৌমেন পান্ডা , অর্ণব পাল চৌধুরী সহ অন্যান্যরা |