হায়াতে অনুষ্ঠিত হল দি আমেরিকান ফুড স্টোরি
হায়াতে অনুষ্ঠিত হল দি আমেরিকান ফুড স্টোরি
সন্দীপন মান্না : ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিলের পক্ষ থেকে ১২ ই এপ্রিল সল্টলেকের হায়াত হোটেলে অনুষ্ঠিত হল দি আমেরিকান ফুড স্টোরি 2.o | আমেরিকান খাবারের সাথে ভারতীয় খাবারের মেলবন্ধনের স্বাদ কে বাড়িয়ে তুলতেই তাদের এই প্রয়াস | এই দিন অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয়
বিখ্যাত পার্কশানিস্ট বিক্রম ঘোষের লাইভ শো | তার অনবদ্য যন্ত্রসংগীত এর উপস্থাপনা এই অনুষ্ঠানে উপস্থিত বৈশিষ্ট্য ব্যক্তিত্বদের মুগ্ধ করে |উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন USA কনসোল জেনারেল মিস মিলান্দা পাভেক , ইন্দো- আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়ার রিজিওনাল প্রেসিডেন্ট আর. কে . ছাঝার , রিজিওনাল সেক্রেটারি জারিনা মুখার্জি , টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ডিরেক্টর ও সিইও প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস , অভিনেত্রী জয়া শীল সহ অন্যান্যরা |