ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের প্রতিবাদ সভা
সন্দীপন মান্না : ৯ ই এপ্রিল বেহালা ঠাকুর পুকুরের স্টেট ব্যাঙ্ক পার্কে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের পক্ষ থেক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল | অরাজনৈতিক সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এর পক্ষ থেকে ব্যাংক কর্মী ,বি এস এন এল কর্মী, বিভিন্ন সংস্থার কন্ট্রাকচুয়াল কর্মী , এডভোকেট , ডাক্তার , গিগ ওয়ার্কার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র থেকে আগত সংগঠনের সদস্যরা আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষকে কিছু বিষয়ে অবগত করতে এই প্রতিবাদ সভার আয়োজন করে |
এই দিন সভা থেকে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখতে জানান , কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় সংস্থাগুলিকে বেসরকারিকরণের নামে মুষ্টিমেয় কিছু শিল্পপতির হাতে তা তুলে দিচ্ছে যার ফলে দেশের কিছু শতাংশ মানুষ ধনী থেকে ধনীতর হচ্ছে ও দেশের বেশিরভাগ মানুষ আরো গরিব হয়ে পড়ছে যার ফলে অর্থনৈতিক বৈষম্য তৈরী হচ্ছে | শুধু তাই নয় কেন্দ্রিয় সরকার সাধারণ মানুষের ভরসা সরকারী ব্যাংক কে বেসরকারী করনের নীতি গ্রহন করায় তারও তীব্র নিন্দা করে |
কারণ রাষ্ট্রায়ও ব্যাংক না থাকলে সাধারণ মানুষের সারাজীবনের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে না | এর সাথে ধর্মের নামে রাজনীতিতে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি , ইলেক্টোরাল বন্ড এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিবিধ বিষয়ে তারা মঞ্চে থেকে প্রতিবাদ করে | এর সাথে এই ধরনের রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার পক্ষে জনগণের উদ্দেশ্যে বার্তা দেন ও তারা জনগণের উদ্দেশ্যে এও আবেদন করে বলেন যে দল এই সমস্যাগুলি মানুষের সামনে তুলে ধরবে তাদেরকে যেন সাধারণ মানুষ ভোট প্রদান করে যাতে আগামী দিনে দেশ সুরক্ষিত থাকে | এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক সৌম্য দত্ত বিশ্ব রঞ্জন রায় , অরুণ রায়, দয়াময় বিশ্বাস, দিলীপ সাহা সহ অন্যান্যরা |