বিবেকের স্বাস্থ্য মেলা
সন্দীপন মান্না : ১৪ ই জানুয়ারি ভবানীপুর হরিশ পার্কে চলল সামাজিক দায় বাদ্ধতায় বিবেকের স্বাস্থ্য মেলা | বিবেক এমন একটা স্বেচ্ছাসেবী সংস্থা যারা দীর্ঘ সময় ধরে সমাজ সেবায় যুক্ত ও কর্মই ধর্ম এই পথকে বেছে নিয়েছে ৷ বিবেক সংস্থার কর্নধার কার্তিক ব্যানার্জীর উদ্যোগে ১২ ই জানুয়ারি শুরু হয় ‘ বিবেক মেলা ৷
এই মেলার তৃতীয় দিনে সারাদিনব্যাপী চলল স্বাস্থ্য মেলা ৷ সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে ব্লাডসুগার, ব্লাড পেশার, LET, লিপিট প্রোফাইল ইত্যাদি পরীক্ষা, তার সাথে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ইসিজি ,ডেন্টাল চেকআপ ইত্যাদি পরিষেবা দেয়া হলো এই স্বাস্থ্য মেলা থেকে ৷ এর সাথে ছিল চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মুমূর্ষ ক্যান্সার রোগীদের রক্তের প্রয়োজনে তাদের রক্ত প্রদানে রক্তদান উৎসব ও ক্যান্সার সচেতনতা ক্যাম্প | এদিন ৫০০ এর বেশি মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করে ৷