তারকেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে আদি শক্তি মহা শক্তিপাত
সন্দীপন মান্না : অলোক অখিল রাষ্ট্রীয় সনাতনী সংসদ ও শ্রী শ্রী বাবা তারকেশ্বর ডেভেলপমেন্ট ট্রাস্ট এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল ৯ ই জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে ৷ এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী ১২ই জানুয়ারি ও ১৩ই জানুয়ারি দুদিন ব্যাপী তারকেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে আদি শক্তি মহাশক্তি মহাযজ্ঞ | ভারতবর্ষের প্রাচীন সনাতন ধর্মে ৫১ সতী পিঠ, ১৮ মহা সতী পীঠ ও দ্বাদশ জ্যোতি লিঙ্গের মহাত্বের প্রসারে ও প্রচারে এই উদ্যোগ | ১২ ই জানুযারী অনুষ্ঠিত হবে আগামী রাম মন্দিরের উদ্বোধনের প্রাক্কালে বাংলার সাধু-সন্তদের শিবশক্তি আরাধনা ও গোমাতা সংরক্ষণে বিজয় যাত্রা ৷ ১৩ ই জানুয়ারী অনুষ্ঠিত হবে রুদ্রাভিষেক ও সর্ব সিদ্ধি মহাযজ্ঞ |এই যজ্ঞের উপকরণে থাকছে পঞ্চতত্ত্ব যা ৫২৭ দিন যাবৎ পায়ে হেঁটে সংগ্রহ করেছে আদিশক্তি মহাশক্তি পাতের ভক্ত ভানু মহাজন ৷এদিন সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১০০৮ মহা মন্ডলেশ্বর স্বামী সুন্দর গিরি মহারাজ, স্বামী জয়দেবানন্দ মহারাজ,স্বামী ঋতানন্দ সরস্বতী, সৌভিক রায় দেবশর্মন, শুভঙ্কর শেখর আরিয়া, বৈজ্ঞানিক অনির্বাণ দাস, শ্যামাঞ্জন সুর, পিনাকী আদক সহ অন্যান্যরা ৷