বাড়ি ফিরল আয়ুম্মান
দেবশ্রী মুখার্জী : গড়িয়া হাট ফান রোডের বাসিন্দা অরিজিতা ব্যানার্জী জানান , তার স্বামী ৩৬ বৎসর বয়সী আয়ুম্মান ব্যানার্জী গত ২৫ শে নভেম্বর শ্বাসকষ্ট জনিত অসুখ নিয়ে বেসরকারী রুবি জেনারেল হাসপাতালে ভর্তি হন ৷ সেখানে রোগীর পরিবার হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড জমা দিতে চাইলে হাসপাতাল তা অস্বীকার করে ৫ লক্ষ টাকা বিল মিটিয়ে ৫ই ডিসেম্বর ডিসচার্চ ডেট দিয়ে রোগীকে নিয়ে যেতে বলে ৷ এমত অবস্থায় রোগীর পরিবার বিল মেটাতে অসমর্থ থাকায় রোগীকে হাসপাতালে আটকে রাখা হয় ৷ এরপর রোগীর স্ত্রী আরিজিতা কলকাতা হাইকোর্টের আইনজীবী মিতা ব্যানার্জীর সহযোগীতা নিয়ে হাসপাতালে যান ও হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড অ্যাক্টসেপ্ট করে ১৪ই ডিসেম্বর রোগীকে ডিসচার্জ দেয় ৷
CATEGORIES স্বাস্থ্য