বিশ্ব এডস্ ডে পালনে সামাজিক সচেতনতা বৃদ্ধি
দেবশ্রী মুখার্জী : ১লা ডিসেম্বর কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ এই দিন বিশ্ব এডস্ ডে | এই বিশেষ দিনটি পালনে এডস্ প্রসঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই স্বেচ্ছাসেবী সংস্থা কফি হাউজ সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডঃ অশোক রায় ও থ্যালাসেমিয়া প্রিভেনশন ফাউন্ডেশনের চেয়ারম্যান সন্দীপ আচার্য এই বিষয়ে বক্তব্য রাখেন ও এই দিনই সংস্থার ২৩ তম ফাউন্ডেশন ডে উদযাপিত হল সংস্থার সদস্যদের উপস্থিতিতে ৷ এর পর সংস্থা থেকে আগামী নতুন বছর অর্থাৎ ২০২৪ এর ৯ ই জানুয়ারি কলকাতা কফি হাউসে আয়োজিত হতে হওয়া ২৪ তম রক্তদান উৎসবের ঘোষণা করা হয় ও তার পোস্টার ও থিম সং লঞ্চ করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক দীপঙ্কর মিত্র সভাপতি অসীমা কানুঙ্গো, সম্পাদক অচিন্ত কুমার লাহা, দিব্যেন্দু দত্ত ও থিম সং এর কাথা ও সুরকার নাইল ভট্টাচার্য্য সহ অন্যান্যরা ৷