শুরু হচ্ছে নতুন বছরে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

শুরু হচ্ছে নতুন বছরে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

সন্দীপন মান্না : শারদ উৎসবের পরে রাজ্যের বড় উৎসব, আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী নতুন বছরের ১৮ ই জানুযারী থেকে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ও চলবে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণিজনেরা সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রথম প্রকাশনাকে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আনুকূল্যে গিল্ডের প্রতিনিধিরা তাঁর সঙ্গে বিজনেস ডেলিগেশনে স্পেন সফরে গিয়েছিলেন ৷ প্রকাশকরা সুযোগ পেয়েছিলেন ,বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ক্রিয়েটিভ ইকনমি সেশনে বক্তব্য রাখার ও অংশগ্রহণ করার। তারা বইমেলায় সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তর এবং বিধাননগর পৌরসংস্থার কাছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী বছরে কয়েকদিন এগিয়ে নিয়ে আসতে হয়েছে, এর প্রধান কারণ, বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে জানুয়ারির শেষ থেকে। মেলার এই সময় পরিবর্তন বইপ্রেমীদের কাছে সুখবর বলেই মনে করা হচ্ছে ৷ তাঁরা ২ টি শনিবার ও ২টি রবিবার ছাড়াও এবার পাবেন ২৩ ও ২৬ জানুয়ারি ছুটির দিন ৷ বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। ২০২৩ সালের বইমেলায় এসেছিলেন ২৬ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ ২৫ কোটি টাকা। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম (UK), যে দেশের সঙ্গে ঐতিহাসিক, সাংস্কৃতিক, কূটনৈতিক সম্পর্ক নিবিড়। তাছাড়া, বইমেলার অবিচ্ছেদ্য অংশ ব্রিটিশ কাউন্সিলেরও ২০২৩-২৪ ভারতে উপস্থিতির ৭৫ বছর। এবারের মতো, ১৯৯৮ ও ২০১৫ তে যখন গ্রেট ব্রিটেন থিম ছিল, এবং ২০০৯ তে যখন থিম ছিল স্কটল্যান্ড, তখনও তারা প্রধান ভূমিকা পালন করেছেন এমনটাই জানিয়ে কলকাতার এক হোটেলে সাংবাদিক বৈঠক করল পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সদস্যরা ৷ ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত মিস্টার অ্যান্ড্রু ফ্লেমিং এবং ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ডিরেক্টর ড. দেবাঞ্জন চক্রবর্তী সহ অন্যান্যরা ৷ প্রতিবছরের মতো আগামী বইমেলাতেও অংশগ্রহণ করছেন আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া প্রভৃতি দেশ, জার্মানি থাকছে ১২ বছর পর। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা… ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকছে। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও।আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, তিনদিনের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, KLF, অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৪।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )