লাওন্স ক্লাবের পক্ষ থেকে মেট্রোর যাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা

লাওন্স ক্লাবের পক্ষ থেকে মেট্রোর যাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা

দেবশ্রী মুখার্জী : ২রা নভেম্বর কলকাতার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে বিনামূল্যে যাত্রীদের ডায়বেটিক টেস্ট করানো হল লাওন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিসট্রিক 322B1 এর অন্তর্গত লাওন্স ক্লাব অফ কলকাতা আকাঙ্খা ও লাওন্স ক্লাব অফ কলকাতা মানস সরোবর এর আয়োজনে ৷

এই ক্যাম্পে প্রায় ২৫০ জন মাট্রো যাত্রীদের ফ্রীতে ডায়বিটিস টেস্ট করানো হয় সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত ৷ এদিন ক্যাম্প দর্শনে উপস্থিত ছিলেন মার্শাল টিমের মধ্যে লাওন্স পাস্ট ডিসট্রিক গর্ভনর কৈলাস খান্ডেল ওয়াল , 2nd ভি ডি জি মনঞ্জু চামোরিয়া , ও ডায়বেটিক ক্ষেত্রের ডিসট্রিক চেয়ার পারসন সহ অন্যান্যরা ৷ এছাড়াও উপস্থিত ছিলেন লাওন্স ক্লাব অফ কলকাতা আকাঙ্খার প্রেসিডেন্ট নিশা লড্ডা , মনিষা তাতের , মিনা কাবরা , রাজ রানী কাবরা , মধু বালাসরিয়া , রীতা ফিরানী ও লাওন্স ক্লাব অফ কলকাতা মানস সরোবর প্রেসিডেন্ট রভিন্দ্র কুমার আগরওয়াল সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )