সম্পন্ন হল এবি প্রোডাকশনের নতুন ছবির শুভমহরৎ
দেবশ্রী মুখার্জী : AB প্রোডাকশন নিবেদিত ও প্রযোজিত পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছায়াছবি ‘ সেটেলমেন্ট ‘ এর ৬ই অক্টোবর প্রোডাকশনের নরেন্দ্রপুরের নিজ অফিসে হয়েগেল ছবির ‘শুভ মহরৎ ‘ |
খুব শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং ও আগামী নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে এই ছবি ৷ ‘সেটেলমেন্টের ‘ ছবির কাহিনী , চিএনাট্য , সংলাপ ও পরিচালনায় থাকছেন AB প্রোডাকশনের কর্ণধার ও পরিচালক সমর ভট্টাচার্য্য ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রজত মালাকার কে ৷ পার্শ্ব চরিত্রে থাকবেন গোল্ডী সিং , এছাড়াও চলচ্চিত্র জগতের স্বনামধন্য কিছু অভিনেতাদের সাথে নবাগতদের ও দেখতে পাওয়া যাবে ছবির বিভিন্ন চরিত্রে ৷ ছবিটির সঙ্গীত পরিচালনায় থাকছেন সঙ্গীত পরিচালক প্রত্যুষ ঘোষ |
CATEGORIES বিনোদন