ডিজি ম্যাক্স ক্রিয়েশন প্রোডাকশন হাউসের পূজোর গান রেকর্ডিং
নিউজ ডেস্ক : ৫ই অক্টোবর ডিজি ম্যাক্স ক্রিয়েশন প্রোডাকশন হাউস আয়োজিত সিঙ্গেল সং ‘তুমি রবে নিরবে ‘ রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিং হল কিংবদন্তী সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেনের কণ্ঠে টালিগঞ্জের মুভি এন্ড মিউজিক স্টুডিও তে ৷
প্রোডাকশন হাউসের কর্নধার ও ডিরেক্টর অরুনিমা দে এর পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগীতায় সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেনের কন্ঠে দূর্গা পূজো উপলক্ষে সিঙ্গেল সং তুমি রবে নিরবে রবীন্দ্রসঙ্গীতটির অডিও রেকর্ডিং হল মিউজিক অ্যারেঞ্জার সুজিত সাহার তত্ত্বাবধানে ৷ পূজোর পর বিজয়া দশমীতে এই গানটির ভিডিও রিলিজ হবে ডিজি ম্যাক্স ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে ৷ গানটির ভিডিও তে অভিনয় করবেন আইনজীবী দেবযানী ঘোষ |
CATEGORIES বিনোদন