১১ জন বিজেপি বিধায়ক এর বিরুদ্ধে এফ আই আর
নিউজ ডেস্ক : বিধানসভায় জাতীয় সংগীত চলাকালীন ১১ জন বিজেপি বিধায়ক দের বিরুদ্ধে হেয়ার স্ট্রীট থানায় এফ আই আর দায়ের হল। বুধবার বিধানসভায় তৃনমূলের ধর্ণাস্থলে জাতীয় সংগীত গাইছিলেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ ধর্নায় থাকা তৃণমূলের বিধায়করা। ঠিক সেই সময় বিজেপি বিধায়কদের দ্বারা অসভ্যতার আভিযোগ ওঠে তুনমূলের পক্ষ থেকে ৷ ১১জন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷
পুলিশ সূত্রে খবর ভারতীয় দন্ড বিধি ৩৪১ , ৫০৪ ও ৩৪ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্ধপাধ্যায় এর ঘরে বৈঠক করেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সহ বিভিন্ন মহলের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। বৈঠকের শেষে সংবাদিক দের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , বিধায়ক তাপস রায় সহ অন্যান্যরা ৷