হিনা কৌসরের উদ্যোগে ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন ও রানওয়ে 2025

সন্দীপন মান্না : ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে তারই প্রাক্কালে ৮ই ফেব্রুয়ারি ফুলবাগানের এক ব্যাংকুয়েটে পিংক রোজেস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী ফ্যাশন লাইফ স্টাইল এক্সিবিশন কাম রানওয়ে 2025 | পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্টের কর্ণধার ইন্টারন্যাশনাল মডেল, অ্যাকট্রেস ও সোশ্যাল অ্যাক্টিভিষ্ট হিনা কৌসরের বিশেষ উদ্যোগে আয়োজিত এই এক্সিবিশনে ডিজাইনার আউটফিটের স্টলের সাথে ছিল শারীরিক বিশেষভাবে সক্ষম ছোটদের হাতে তৈরি বিভিন্ন ক্রাফ্টের জিনিসের স্টল ও যেসব মহিলারা স্বনির্ভর হতে চান কিন্তু সেই ভাবে প্লাটফর্ম পান না সেই সকল মহিলাদের নিজেদের প্রোডাক্ট সেলের ব্যবস্থায় স্টল যাতে তারা স্বনির্ভর হতে পারে |

হিনা কৌসর বহু সময় ধরেই সমাজে পিছিয়ে পরা কিন্তু ট্যালেন্টেড ছেলে মেয়েদের ফ্যাশন জগতে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হয়ে বহু কাজ করছেন পূর্বে | এবারও রানওয়ের আয়োজনের মধ্যে দিয়ে যারা গ্ল্যামার জগতে নিজেদের পরিচয় করতে চান তাদের সুযোগ করে দিতে সচেষ্ট হলেন | অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সপ্তমী ব্যানার্জী |

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )