হাই জেস্ট ফ্যাশান ডিভা-সিজন এক
নিউজ ডেস্ক : গ্ল্যামার স্লো ফ্যাশান আয়োজিত ‘হাই জেস ফ্যাশান ডিভা-সিজন ওয়ান’ ফ্যাশান শো হয়ে গেল শিয়ালদহের ডঃ বি. সি. রায় অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কর্নধার মৌসুমী বর্ধন। সহযোগীতায় ছিল রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন, অলোক ফাউন্ডেশন, ল্যাকমি একাডেমী ক্যামাক স্ট্রীট ব্রাঞ্চ।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের কর্ণধার মৌসুমী বর্ধন, রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাশোসিয়েশনের কর্ণধার অনুপ কুমার বর্ধন, অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবযানী ঘোষ, জাজ মানপ্রীত সিং, জাজ পামেলা পালদাস, জাজ পারমিতা ব্যানার্জি, আর্জুমান্ড বানো, গৌরী সোমানী, অয়ন ইন্দু। তাছাড়া উপস্থিত ছিলেন সুভাষ চক্রবত্তী ও তারক মন্ডল সহ বিশিষ্ট গুনীজন।এই অনুষ্ঠানে মোট ৪৫ জন মডেল অংশগ্রহণ করেন। তার মধ্যে মোট ৫টি বিভাগ ছিল। শিশু, অনুর্দ্ধ ১৮. মিস, মিসেস ও মিস্টার।
এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে জয়ীরা হল-
ছেলেদের মধ্যে প্রথম স্থানে অর্নিবান দে
তৃতীয় স্থানে তুহিন পাত্র
মেয়েদের মধ্যে প্রথম স্থান রুপসা রায় |দ্বিতীয় স্থানে রিয়া দাস তৃতীয় স্থানে সৃজনা চন্দ্র | অনুর্দ্ধ ১৮তে প্রথম স্থান আদ্যাওয়াতা চক্রবর্তী |দ্বিতীয় স্থান নীলানঞ্জনা দেবনাথ |তৃতীয় স্থান আয়সা প্রধান।
বাচ্ছাদের মধ্যে দ্বিতীয় স্থানে আয়িসি পাল |মহিলাদের মধ্যে প্রথম স্থান অনন্যা ঘোষ তৃতীয় স্থান শুভ্রা নায়েক।সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সঞ্চালনা সপ্তমী ব্যানার্জী।