স্কিন ডায়নামিক্সের নতুন আউটলেট এবার দমদমে

স্কিন ডায়নামিক্সের নতুন আউটলেট এবার দমদমে

সন্দীপন মান্না : ৬ই ডিসেম্বর দমদমে শুভ উদ্বোধন হল স্কিন ডায়নামিক্স স্কিন ও হেয়ার সংক্রান্ত বিভিন্ন সমস্যার নিরাময়ে কসমোটোলজি ক্লিনিকের | ইতিমধ্যেই সুপরিচিতি লাভ করেছে এই ক্লিনিক |

কসমোটোলজিস্ট সায়ন্তন দাসের তত্ত্বাবধানে গড়িয়া , কাঁচরাপাড়া , দুর্গাপুরের পর এবার দমদম পুলিশ ফাঁড়ির বিপরীতে শুভ উদ্বোধন হলো আরও উন্নত মানের পরিষেবা নিয়ে স্কিন ডায়নামিক্সের আরেকটি নতুন আউটলেট |

তবে এই আউটলেটে একটি নতুন সংযোজন হল পস ব্যালেন্স বাই পল্লবীর সব ধরনের মেকাপের পরিষেবা | এদিন এই অ্যাডভান্স কসমেটোলজি ক্লিনিকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় , অভিনেত্রী চৈতি ঘোষাল , প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস , যোগা ট্রেনার ও অ্যাকট্রেস অনিন্দিতা সরকার , অথার সুব্রত ব্যানার্জি , প্রনতী সাহা সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )