সেরামের থ্যালাসেমিয়ার সচেতনতায় রক্তদান উৎসব
নিউজ ডেস্কঃ ৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ৭ দিন ব্যাপী উদযাপন করল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন | থ্যালাসেমিয়া রোগের প্রতি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে ৭ দিন ব্যাপী বিবিধ কর্মসূচি গ্রহণ করেছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন |আনুষ্ঠানিকভাবে ২ রা মে এর শুভারম্ভ হয় |
এরপর ৫ ই মে কলকাতার শ্যামবাজারের সেরাম সভাগৃহে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরনে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব | এদিন প্রায় ১০০ এর বেশি মানুষ দূর দূরান্ত থেকে এসে স্বেচ্ছায় রক্তদান করে |
এছাড়াও ৭ দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপনে বিবিধ কর্মসূচী গ্রহন করা হয়েছে থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত বিবিধ তথ্য মানুষের সামনে আনার যাতে আগামী সময় ম্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠতে পারে | এই দিন অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য , ডঃ প্রভাত ভট্টাচার্য , তিনকড়ি দও , সহ অন্যান্য বিশিষ্ট্য ব্যক্তিত্বরা |