সুভাষ জন্মোৎসব মেলা
দেবশ্রী মুখার্জী : নেতাজী সুভাষ চন্দ্রের ১২৭ তম জন্মবার্ষিকি পালনে দমদম পৌরসভার ১০ নং ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামীর উদ্যোগে ও ওয়ার্ডের সকল তৃনমূল সদস্যদের সহযোগীতায় আয়োজিত হল সুভাষ জন্মোৎসব মেলা 2024 | এলাকার ছোটদের ও অধিবাসী বৃন্দদের আনন্দ দিতে এই মেলায় ছোটদের জন্য বিভিন্ন রাইড , ঘর সাজানোর সরঞ্জাম , ফুচকা থেকে কাবাব , পিঠে পুলি সব কিছুই রয়েছে | এই মেলা চলবে আগামী ৩০ শে জানুয়ারি পর্যন্ত |
CATEGORIES ব্যবসা- বাণিজ্য