শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা সমারোহ পালিত হল বাংলার ঘরেও
সন্দীপন মান্না : ২২ শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে এক উৎসবের মহল দেখতে পাওয়া গেল ,বিভিন্ন স্থানে ভক্তরা শ্রীরাম ও হনুমানজীর পূজা পার্বণ ও ভোগ বিতরণ মধ্য দিয়ে উদযাপন করল এই দিনটি |লেকটাউনের বাসিন্দা পদ্মশ্রী নমিনেটেড কলকাতা হাইকোর্টের আইনজীবী মিতা ব্যানার্জি ও হাইকোর্টের আইনজীবী বরুন কুমার রায়ের বাড়িতেও এই দিনটি পালিত হল শ্রীরাম ও হনুমানজীর পুজোর মধ্যে দিয়ে | এই দিন পূজায় অংশ নিতে মিতা ব্যানার্জি ও বরুন কুমার মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায় ও অন্যান্যরা |
CATEGORIES অন্যান্য