
শীঘ্রই আসছে ছবি’ আমানত’ ও ‘স্বপ্ন ‘
শীঘ্রই আসছে ছবি’ আমানত’ ও ‘স্বপ্ন ‘
সন্দীপন মান্না : রোমান্স , থ্রিল , ফাইট , ইমোসন সবকিছুর তাল মিলিয়ে পারিবারিক গল্পে খুব শীঘ্রই আসছে দুটি নতুন ছবি’ আমানত’ ও ‘স্বপ্ন ‘ | বাংলা নববর্ষের শুভ লগ্নে ১৬ই এপ্রিল অনুষ্ঠিত হলো এই দুই ছবি শুভ মহরৎ অনুষ্ঠান | এ,বি, প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নিবেদিত এই ছবির মূল ভাবনায় রয়েছেন পরিচালক সমর ভট্টাচার্য | আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হওয়া এই ছবির শুভ মহরৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমর ভট্টাচার্য , ছবির মুখ্য চরিত্রে থাকা অভিনেতা সৌরভ ভট্টাচার্য, অভিনেত্রী মাহি, গায়িকা সোমা ব্যানার্জি, গায়ক মুকুল সরকার সহ অন্যান্য কলাকুশলীরা |


CATEGORIES বিনোদন