
শাস্ত্রীয় সংগীতের সন্ধ্যা ‘ হোমেজ ‘
সন্দীপন মান্না : বি আর মিউজিক কলেজের নিবেদনে ১৬ ই এপ্রিল যাদবপুরে ডঃ ত্রিগুনা সেন অডিটোরিয়ামে প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী শর্বানী মিত্রের জন্ম দিবসে তাকে স্মরণে বি আর মিউজিকের কর্ণধার রাসবিহারী মিত্রের প্রচেষ্টায় ও তবলা বাদকশিল্পী রূপক মিত্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সংগীতের এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা ‘হোমেজ ‘ | অনুষ্ঠানে এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ ডি কে ঝাঁ , উদয় কুমার দাস, ও অরুণ গৌতম |

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত যেসব বিশিষ্ট শিল্পীরা মঞ্চে সংগীত পরিবেশনা করেন তাদের মধ্যে সনামধন্য তবলা বাদকশিল্পী পন্ডিত পরিমল চক্রবর্তী , শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত তুষার দও , অবন্তী ভট্টাচার্য্য , পন্ডিত সৌমিত্রজিৎ চ্যাটার্জী , সেঁতারে অঞ্জন সাহা , সংগীত সংগ্রাহক অরুণ গৌতম সহ অন্যান্যরা | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মেঘনা নন্দী |

