রিলিজ হতে চলেছে বাংলা ওয়েব সিরিজ ‘ ছিঁচকে ‘

রিলিজ হতে চলেছে বাংলা ওয়েব সিরিজ ‘ ছিঁচকে ‘

সন্দীপন মান্না : কাহন কমিউনিকেশনস এর প্রযোজনায় রিলিজ হতে চলেছে ওয়েব সিরিজ ছিঁচকে | যাদবপুর ক্যাম্পাসের বিবেকানন্দ হলে ১২ ই ডিসেম্বর অনুষ্ঠিত হল এর প্রিমিয়ার শো | ছয়টি এপিসোডের ওয়েব সিরিজ ছিঁচকের গল্প থ্রিলারের আঙ্গিঁকে এগিয়ে যাওয়া লাভ স্টোরি | এই গল্প যেমন রোমাঞ্চক তেমনি বর্তমান সমাজের কিছু আভ্যন্তরীণ চেহারা তুলে ধরার সঙ্গে কোথাও যেন সমাজ পরিবর্তনে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও কতটা গুরুত্বপূর্ণ সেদিকটিও প্রকাশ পায় এই ছবির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনায় থাকা মৃন্ময় নন্দীর ভাবনায় | ছবিতে চিত্রনাট্যে সহযোগিতা করেন শ্রীময়ী ভট্টাচার্য | এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেন মধুরিমা গোস্বামী , অনিরুদ্ধ মশিদ , স্বাগ্নিক মুখার্জি , কৃষ্ণেন্দু অধিকারী ও অন্যান্যরা। এই দিনে প্রিমিয়ার শোয়ের দর্শকদের আসনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য , অভিনেতা অভিজিৎ গুহ , সৌরভ চক্রবর্তী , বাচিক শিল্পী মেঘনা নন্দী , প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস , ইন্দ্রানী গাঙ্গুলী , অভিনেত্রী অনিন্দিতা সরকার সহ অন্যান্যরা | সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সহায়ক হন প্রদীপ সেন |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )