রথে উদ্বোধন হল চন্দন অপটিক্যালের দ্বিতীয় আউটলেট
সন্দীপন মান্না : ৭ই জুলাই রথযাত্রার শুভক্ষনে সোদপুর ঘোলায় চন্দন অপটিক্যাল তাদের দ্বিতীয় আউটলেটের শুভ উদ্বোধন করল সোদপুর ঘোলা বাসস্ট্যান্ডে। প্রায় ৬০ বছর অতিক্রম করা চন্দন অপটিকালের প্রতিষ্ঠাতা প্রয়াত চন্দন সাহার সুপুত্র তারক সাহার তত্ত্বাবধানে বর্তমানে পরিচালিত এই চন্দন অপটিক্যাল এর নতুন শোরুমে নিকোন, কোডাক লেন্স, ফাস্টট্রাক, টাইটান আই , ইত্যাদি ব্র্যান্ডের চশমার সাথে রয়েছে চশমার ফ্রেম , লেন্স , কন্টাক্ট লেন্স , সানগ্লাস ইত্যাদিও |
এছাড়াও ডাক্তারের দ্বারা চক্ষু পরীক্ষার রয়েছে সুব্যবস্থা। এ দিন শোরুম উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ও আয়োজন করা হয় ও বহু মানুষ এই পরিষেবা নেয় | শো-রুম পরিদর্শনে এদিন এলাকাবাসীর সাথে পানিহাটি পৌরসভার কাউন্সিলর শম্ভু নাথ চন্দ, জয়ন্ত চ্যাটার্জী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন |
CATEGORIES ব্যবসা- বাণিজ্য