মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ফেরত দিলেন বিজেপির ৭ বিধায়ক- শুভেন্দুর ‘ধমকে ‘!
দেবশ্রী মুখার্জী : সামনেই পূজো বাঙালীর সবচেয়ে বড় উৎসব ৷ এই উৎসবে বাঙালীরা শপিং যেমন করেন তেমনি পরিবারের সদস্য আত্মীয় স্বজন বা বন্ধু – বান্ধব অনেকেই একে অপরকে গিফট দেন বা বস্ত্র উপহার দেন ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাঙালী তাই পূজোর আগে বাংলার শাড়ি উপহার স্বরূপ বিধানসভায় বিজেপির ৭ বিধায়কের কাছে পাঠালে তা তারা হাত বাড়িয়ে তুলে নেন ৷ কিন্তু শাসক শিবিরের নেত্রীর দেওয়া উপহার কি গ্রহণ করা উচিত ? শেষমেষ হাত বাড়িয়ে নেওয়া উপহার ফেরত দিতে বাধ্য হন বিজেপির বিধায়করা ৷
প্রতি বছরের মত এবারও বিধানসভার প্রত্যেক সদস্যের জন্য উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ বিজেপির সাত মহিলা বিধায়কের জন্য পাঠান শাড়ি ৷ প্রথমে তারা শাড়ি নিলেও পরে ফেরত দেন ৷ সূত্রের খবর বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়করা শাড়ি নিয়েছেন কেন ? এই খবর পেলে নাকি হইচই ফেলে দেন ও শাড়ি ফেরত দিতে বাধ্য করান | দলীয় নেতার নির্দেশ অমান্য কারননি গেরুয়া শিবিরের বিধায়করা ৷ তবে শুভেন্দুর আপত্তির কথা প্রকাশ্যে স্বীকার করেননি শাড়ি ফেরত দেওয়া বিধায়করা ৷ তাদের মতে কামদুনি কান্ডে রায়ের প্রতিবাদেই শাড়ি ফেরত দাওয়া হয়েছে ৷ তবে সূত্রের খবর শাড়ি উপহার হিসাবে নেওয়া ও ফেরত দেওয়ার ঘটনা কামদুনি কান্ডে হাই কোর্টের রায়ের আগেই ৷