মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতা রেড রোডে ধর্নার ষষ্ঠ দিন

মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতা রেড রোডে ধর্নার ষষ্ঠ দিন

দেবশ্রী মুখার্জী : কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা ও ১০০ দিনের কাজের টাকা বা আবাস যোজনা ইত্যাদি বিবিধ প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার রাজ্যকে দিচ্ছে না এমনটাই দাবিতে রাজ্যের শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে অবস্থান বিক্ষোভের ডাক দেন | ৭ই ফেব্রুয়ারি ধর্নার ষষ্ঠ দিনে তৃণমূলের শ্রমিক মজুর , সংগঠন all india INTTUC প্রেসিডেন্ট দোলা সেন ও রাজ্য INTTUC সভাপতি ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের সর্বস্তরের INTTUC এর শ্রমিক মজুর সদস্যরা কালকাতার রেড রোডে বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভে যোগ দেন |

এই দিন ধর্মতলার মোড় থেকে হাজারো শ্রমিক , মজুর ও তৃণমূলের সমর্থকদের সাথে INTTUC উত্তর কলকাতা জেলা প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার পদযাত্রায় ধর্না মঞ্চে যোগ দেন | ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের রাজ্যকে বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরিয়ে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী শোভান দেব চট্টোপাধ্যায় , পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী , ঋতব্রত ব্যানার্জি , স্বপন সমাদ্দার সহ অন্যান্য নেতৃত্বরা | এছাড়াও এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক , অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি , বিধায়ক রাজ চক্রবর্তী ,বিধায়ক জুন মালিয়া সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )