মানুষের সেবায় মহালক্ষী কন্টিনেন্টাল লিমিটেড

মানুষের সেবায় মহালক্ষী কন্টিনেন্টাল লিমিটেড

সন্দীপন মান্না : সামনেই প্রজাতন্ত্র দিবস, তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মহালক্ষী কন্টিনেন্টাল লিমিটেড অসহায় মানুষের জন্য জাতিধর্ম নির্বিশেষে শীতবস্ত্র তুলে দিলেন ১৯ শে জানুয়রি ৷

প্রায় শতাধিক মানুষের শীতবস্ত্রর পাশাপাশি খাদ্য প্রদান করলেন এবং আগামী দিনগুলিতেও সেবা করার শপথ নিলেন।

মহালক্ষী গ্রুপের কর্ণধার নবীন সিংঘল এব স্বপ্না সিংঘল এদিন কালিঘাট মন্দিরে মায়ের দর্শনের পর মন্দির সংলগ্ন মানুষদের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি অসমের গুয়াহাটি অঞ্চলে মানষের জন্য “রান্নাঘর” তৈরী করেছেন, ১০ টাকার বিনিময়ে প্রতিদিন খাদ্য পরিবেশন করা হয় বলে জানালেন। মহালক্ষ্মী গ্রুপ আগামীতে দেশের ও দশের সেবায় বদ্ধ পরিকর।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )