মধ্যবিত্তর নাগালে সঙ্গীতার ডিজাইনার শাড়ি

মধ্যবিত্তর নাগালে সঙ্গীতার ডিজাইনার শাড়ি

নিউজ ডেস্ক : বর্তমান যুগে ছেলে হোক না মেয়ে ডিজাইনার আউট ফিটের চাহিদা বাড়ছে | আর সেই ট্রেন্ডকে মাথায় রেখেই রাজারহাট নিউটাউনে ডিজাইনার সঙ্গীতা তার প্রথম বুটিক ‘ সঙ্গীতাজ বুটিক ‘ লঞ্চ করল | তার বুটিক খোলার উদ্দেশ্যই হল মধ্যবিত্তের নাগালে ডিজাইনার শাড়ি পৌঁছে দেওয়া |

এখানে তার নিজের ডিজাইন করা শাড়ির সাথে দেখতে পাওয়া গেল নজর কাড়া অন্যান্য শাড়ির কালেকশন | তাঁত , মটকা , তসর , ঢাকাই মসলিন , মাসরুর সিল্ক ছাড়াও কাতান বেনারসী , তসর ইত্যাদি শাড়ির সম্ভার রয়েছে এই বুটিকে |এর সাথে থাকছে কাস্টমারের নিজের পছন্দের ডিজাইন বা কালারের কাস্টমাইজ শাড়িও | রাজারহাটের তীর্থঙ্কর কো অপারেটিভ হাউসিং সোসাইটি তে অবস্থিত এই বুটিকের শাড়ির মূল্য কিন্তু পকেট ফ্রেন্ডলি | যা শুরু ৮০০ টাকা থেকে | আর যারা রেগুলার শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে হালাকা ধরনের ডিজাইনার শাড়ি স্বল্প মূল্যে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )