ব্যাংক অফ ইন্ডিয়া এর বাটানগর ব্রাঞ্চ এর উদ্বোধন।

ব্যাংক অফ ইন্ডিয়া এর বাটানগর ব্রাঞ্চ এর উদ্বোধন।

সংবাদ দাতা : মহা সমারোহের সাথে ব্যাংক অফ ইন্ডিয়ার বাটানগর ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন করেন ব্যাংকের কলকাতা অঞ্চলের আঞ্চলিক প্রবন্ধক শ্রী সনত সথপতি | উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী দুলাল চন্দ্র দাস | এছাড়াও অফিসার এবং কর্মী সংঘঠনের নেতৃবৃন্দ যথা দেবাশীষ মণ্ডল ও জয়দীপ নিয়োগী উপস্থিত ছিলেন। মাননীয় পৌরপিতা রিবন কেটে ব্রাঞ্চ পরিসর এর উদ্বোধন করেন। এর আগে কলকাতা মহা প্রবন্ধক শ্রী মনোজ কুমার গত ৭ ই সেপ্টেম্বর ব্যাংক এর ১১৯ তম প্রতিষ্টা দিবস এর দিন ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে ব্রাঞ্চটি উদ্বোধন করলেও আঞ্চলিক প্রবন্ধক শ্রী সনত সথপতির হাতে শাখার দরজা সাধারণের জনগণের জন্য খুলে দেয়া হল এবার |শাখার প্রবন্ধক শ্রী বিরজা মোহান্তি বলেন এলাকার লোকেদের সকল পরিষেবা প্রদান করার জন্য আমাদের ব্রাঞ্চ তৈরী। শ্রী দুলাল চন্দ্র দাস বলেন মহেশতলা এলাকার এখন সমস্ত রকম ব্যাংকের শাখা আছে এবং তিনি আশা রাখেন বর্তমান ম্যানেজার এর তত্বাবধানে এবং সকল কর্মীর পরিষেবা প্রদান এর মাধ্যমে বাকিদের তুলনায় ব্যাংক অফ ইন্ডিয়া অগ্রণী ভূমিকা নেবে। তিনি এই শাখার প্রগতি কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন আগত কর্মী এবং প্রবন্ধকের লোকদের।। প্রসংগত এই শাখা টি পৌরসভার নিজস্ব ভবনে অবস্থিত।। অফিসার সংগঠনের প্রতিনিধি শ্রী দেবাশীষ মণ্ডল বলেন যে সংগঠনের পক্ষ থেকে কর্মীদের দাবিদাবা ছাড়া ও অফিসার দের ক্রমবর্ধমান কাজের পরিস্তিতি তে মনোবল বজায় রেখে সরকারী ব্যাংক এর পরিষেভা উন্নত করে সামাজিক দায়িত্ব পালন উদ্ভুত করা হয়।। তিনি শ্রী দুলাল চন্দ্র দাস মহাশয় কে অনুরোধ করেন, কলকাতা মিনুসিপালিটি কর্পোরেশন এর মতন মহেশ তলা পৌরসভার সমস্ত ব্যবসা সামলানোর দায়িত্ব ও যেন ব্যাংক অফ ইন্ডিয়া বাটানগর ব্রাঞ্চকে দেওয়া হয়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )