বেলুড় থানার পক্ষ থেকে আয়োজিত হলো ছট পুজো উপলক্ষে উপহার বিতরণ
নিউজ ডেস্ক : বেলুড় ফাড়ির পক্ষ থেকে আয়োজিত করা হয়েছিল ছট পূজো উপলক্ষে উপসার্থীদের জন্য কিছু পুজোর সামগ্রী এবং কিছুদিন আগে শিশু দিবস হওয়ায় সেই উদ্যোগ নিয়ে আজ সেই ছোট ছোট খুদে দের হাতে বেলুড় ফাঁড়ি এবং সিপি স্যার পবিন কুমার ত্রিপাঠী কিছু উপহার তুলে দেন। এবং এবং মাননীয় নগর পাল তিনি বলেন যে বেলুড় থানা এক বছর যাবত খুব ভালো ভালো কাজ করছে যার কারণে এক লক্ষ টাকা রিওয়ার্ডস দেওয়া হল
CATEGORIES সোস্যাল