বেঙ্গল শপিং এক্সপো 2024
সন্দীপন মান্না : অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস দ্বারা পরিচালিত ও W B I D C এর সহযোগিতায় কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে আয়োজিত হল ৫ দিনব্যাপী বেঙ্গল শপিং এক্সপো | যেখানে এক ছাদের নীচে বিভিন্ন নামী দামী ব্রান্ডের পোশাক , গহনা , ঘর সাজানোর জিনিস , থেকে শুরু করে খাদ্য সামগ্রী এমনকি বাংলার ঐতিহ্য বহন কারী বিভিন্ন হস্তশিল্পের জিনিসের স্টলও এখানে দেখতে পাওয়া গেল। এই মেলা শুরু হয়েছে গত ২০ শে সেপ্টেম্বর যা চলবে আগামী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত | এই মেলা ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছেছি A৭২ স্টলে যেটা কোঠারি ইন্ডাস্ট্রির স্টল | প্রায় ৭০ বছরে পদার্পণ করতে চলেছে এই ইন্ডাস্ট্রি | গোটা ভারতবর্ষ জুড়েই রয়েছে এদের ব্যবসা |
এখানে মূলত ফাউন্ডেশন বোল্ট ও স্কেপ হোল্ডিং ম্যানুফ্যাকচারিং হয় এছাড়াও বিল্ডিং কন্সট্রাকশন , ব্রিজ কন্সট্রাকশন ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় মেটেরিয়াল সরবরাহ করা হয় সুলভ মূল্যে | একপ্রকার বলা যেতে পারে কনস্ট্রাকশনের ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে এই কোঠারি ইন্ডাস্ট্রিতে | এদের অফিস কলকাতা ছাড়াও রয়েছে রাউরকেল্লা , আমেদাবাদ ও বাংলাদেশে | এদিন এই কোঠারি ইন্ডাস্ট্রির স্টলে ডিরেক্টর অরুণ কোঠারি ও তার সুযোগ্য কন্যা শ্রেয়া কোঠারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন |