বাঙালিকে বাংলাদেশি বলার বিরুদ্ধে আবার সরব বাংলাপক্ষ

বাঙালিকে বাংলাদেশি বলার বিরুদ্ধে আবার সরব বাংলাপক্ষ


সন্দীপন মান্না : ৩০ শে নভেম্বর শনিবার বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাঙালিকে বাংলাদেশি বলার ইস্যুতে আবারও পথে নামলো বাংলা পক্ষ। বিগত কয়েকদিন আগে এক বাঙালি মেয়েকে কলকাতা মেট্রোয় বাংলাদেশি বলার একটি ভিডিও ভীষণ ভাইরাল হয়। এরপর এই একই ঘটনা ঘটে সল্ট লেক বৈশাখী অটো স্ট্যান্ডে। মূলত এই ইস্যুতেই এদিন বাংলা পক্ষ সল্ট লেক সিটি সেন্টার ১ এর সামনে প্রতিবাদ ও পথসভা করে। সভা থেকে বাংলা পক্ষর স্পষ্ট দাবি সল্ট লেকের মাটিতে দিন দিন বহিরাগত দের সংখ্যা বাড়ছে এবং সল্ট লেকের মাটিতে বাঙালি দিন দিন কোনঠাসা হচ্ছে। বাংলায় আগত বহিরাগতদের মাথায় একটি কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাঙালি মানেই বাংলাদেশি। তাই কেউ বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া এখন নতুন একটি ট্রেন্ড। বাংলা পক্ষ এদিন স্পষ্ট জানিয়ে দেয় একজন নাগরিককে ভিন দেশি বলা একটি অসাংবিধানিক ও বেআইনি কাজ। এবং ভবিষ্যতে এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হবে। ভারতের মাটিতে সমস্ত জাতির মতো বাঙালিও একটি জাতি এবং বাংলা ভারতের প্রধান ভাষা গুলির একটি। তাই ভারতের সব ভাষার ও জাতির অধিকার সমান।

কোনো ভাষা বা জাতিকে ছোট করা মানে ভাষা বিদ্বেষ ও জাতি বিদ্বেষ ছড়ানো। যা কখনই কাম্য নয়। তাই বাংলায় এলে বাঙালিকে ও বাংলা ভাষাকে সম্মান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিনের সভা থেকে।শনিবার সন্ধ্যায় বৃষ্টিভেজা সল্ট লেকের মাটিতে বাংলা পক্ষর এই পথসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলা পক্ষ উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার তরফে জেলা কোষাধ্যক্ষ অর্পণ ঘোষ এবং দম দম বিধানসভার সম্পাদক অভিজিৎ দে ও অন্যান্য সহযোদ্ধা সদস্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )