বাঘাযতীন সেন্ট্রাল ক্লাবের সদস্যরা সমাজ সেবায়

বাঘাযতীন সেন্ট্রাল ক্লাবের সদস্যরা সমাজ সেবায়

সন্দীপন মান্না : ২৫ শে মে বাঘাযতীন সেন্ট্রাল ক্লাব ও পিয়ারলেস হাসপাতালের যৌথ উদ্যোগে বাঘাযতীন মোড়ে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন ক্যাম্প থেকে সুগার টেস্ট , ব্লাড প্রেসার টেস্ট , চক্ষু পরীক্ষা, ই সি জি , ডাক্তারি পরামর্শ ইত্যাদি বিবিধ পরিসেবা সাধারণ মানুষদের বিনামূল্যে দেওয়া হয় | এর সাথে যাদের পাওয়ার চশমার প্রয়োজন তাদের এক টাকার বিনিময়ে উন্নত মানের চশমার ফ্রেম ও প্রদান করা হয় |

প্রায় ১০০ এর বেশি মানুষ এদিন ক্যাম্প থেকে স্বাস্থ্য পরীক্ষা করায় | এই ক্যাম্পের বিশেষ উদ্যোক্তা ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারি বিপুল চন্দ্র | এরসাথে সহযোগিতা করেন চিত্র পরিচালক তূর্য্য মিত্র , উৎপল চন্দ্র , টিটন চন্দ্র , সহ অন্যান্যরা | এই দিন এই শিবের রাজনীতিবিদ ঝন্টু দে ক্যাম্প পরিদর্শন করেন |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )