বাংলার হাতে টাকা রিকস্রা নিয়ে বই লিখলেন প্রাক্তন বিচারক ডঃ ডালিয়া রায়

বাংলার হাতে টাকা রিকস্রা নিয়ে বই লিখলেন প্রাক্তন বিচারক ডঃ ডালিয়া রায়

সন্দীপন মান্না : ১৮ ই ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে’ হ্যান্ড পুলড রিক্স্র এ হ্যারিটেজ অফ ক্যালকাটা ‘ পুস্তকটির আনুষ্ঠানিক উদ্বোধন হল | বাংলার ঐতিহ্য বাংলার হাতে টানা রিস্কা ও সেই সব রিস্কাওয়ালাদের জীবনযাত্রার কাহিনী , তাদের স্বাভাবিক জীবনের চাহিদা মেটাতে রোদ, ঝড়, জল বৃষ্টিতে অবিরাম পরিশ্রম কিন্তু তাদের নেই কোন রিটায়ার্মেন্ট বা কোন বিশেষ সরকারি সুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তারই আলেক্ষে রচিত এই পুস্তক এমনটাই জানালেন এই বইয়ের লেখিকা প্রাক্তন বিচারক ডঃ ডালিয়া রায় এদিন কলকাতা প্রেস ক্লাবে বইটির মোড়োক উন্মোচন অনুষ্ঠানে | উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও অবসরপ্রাপ্ত আই এ এস জহর সরকার |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )