বাংলার ফ্যাশনকে আন্তর্জাতিক স্তরে প্রসারিত করতে এবার ফ্যাশন টিভি কলকাতায়
সন্দীপন মান্না : বাংলার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক স্তরে আরো প্রসারিত করতে এবার কলকাতায় এল ফ্যাশন টিভি | ১৪ ই ডিসেম্বর কলকাতার বুকে ফ্যাশন টিভি ও এনি টাইম ফিটনেস এর যৌথ উদ্যোগে ফ্যাশন টিভি কলকাতার চিনারপার্কের ক্যাম্পাসে অনুষ্ঠিত হল তাদের প্রথম ফিটনেস বিউটি প্রেজেন্ট শো ‘ পাওয়ার এন্ড পোজ ‘ |
ফ্যাশন টিভি কলকাতা শাখার হেড অফ অপারেশন ট্যালেন্টস সৌমেন ঘোষ ও ফ্যাশন টিভি কলকাতা শাখার স্কুল অফ পারফরর্মিং আর্টসের হেড অফ অপারেশন নয়ন মন্ডলের তত্ত্বাবধানে আয়োজিত এই শোয়ের জুরি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা রানা মুখার্জি , বিউটি প্রেজেন্ট উইনার পামেলা পাল দাস , রুপ বকশি ও অন্যান্যরা | এই শোতে মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ও এদের গ্রুমিং করান গ্রুমার ও র্যাম্প কোরিওগ্রাফার মৌসুমী নায়েক |বোর্ড অফ ডিরেক্টর ইবান ব্যানার্জী ও অনির্বান দত্ত সহযোগীতায় আগামী দিনে কলকাতায় ফ্যাশনের এই সংস্থা আরো বৃহত্তর পরিসরে কাজ করবে বলে তারা মনে করেন |