ফ্যাশন টিভি ও এনি টাইম ফিটনেসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘POEWR & POSE ‘ ফিটনেস বিউটি পেজেন্ট শো
সন্দীপন মান্না : ফ্যাশন টিভি ও এনি টাইম ফিটনেস এর যৌথ উদ্যোগে ফ্যাশন টিভি কলকাতার চিনার পার্কের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ ই ডিসেম্বর ফিটনেস বিউটি পেজেন্ট শো পাওয়ার অ্যান্ড পোজ | এই শো এর জুরিতে থাকছেন ফিল্ম ডিরেক্টর ও সুপার মডেল রানা মুখার্জি , মডেল রুপ বকশি , সহ আরো অনেকে | এর সাথে বিশেষ অতিথি রূপে থাকছেন অভিনেতা অরিজিৎ দত্ত সহ টলিউডের বহু পরিচিত মুখ | ৭ই ডিসেম্বর এই শো এর গ্রুমিং সেশনের প্রথম দিনে প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে দেখা গেল এই শো এর কোরিওগ্রাফার ও গ্রুমার মৌসুমী নায়েক কে | এর সাথে উপস্থিত ছিলেন এই শো এর তত্ত্বাবধানে থাকা ফ্যাশন টিভি হেড অফ অপারেশন কলকাতা শাখা সৌমেন ঘোষ সহ অন্যান্যরা |এই শোতে প্রায় ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে |
CATEGORIES বিনোদন