ফেডারেল ব্যাংকের বেহালা শাখা নবরূপে সজ্জিত

ফেডারেল ব্যাংকের বেহালা শাখা নবরূপে সজ্জিত

দেবশ্রী মুখার্জী : ১ লা ফেব্রুয়ারি গ্রাহকদের পরিষেবা বৃদ্ধি করতে ফেডারেল ব্যাংক কলকাতা বেহালার পুরোনো শাখা নব রূপে সুসজ্জিত হয়ে স্থানান্তরিত হলো বেহালা চৌরাস্তার নিকট BSNL ভবনের গ্রাউন্ড ফ্লোরে। এই ফেডারেল ব্যাংক এই ব্রাঞ্চ দীর্ঘ সময় ধরেই তাঁদের গ্রাহকের পরিষেবা দিয়ে আসছে ও আগামী দিনে ও দেবে।। এই এখানে গ্রাহকদের জন্য এটিম কাউন্টার , লকারের পরিষেবা ও পার্কিং এর সুব্যবস্থা থাকছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিত্ব মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি, বিজু পল আব্রাহাম, ফেডারল ব্যাংক র সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড কলকাতা সবু.আর.এস, রিজিওনাল হেড এড উইন এ জি , ব্রাঞ্চ হেড আনাজ কে বি সহ অন্যন্যরা।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )