প্রাক্তন রাষ্ট্রপতি এলেন কলকাতায় ! ন্যাচেরাল ফার্মিং এর প্রধান্যে তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র আয়োজিত এক সভায় প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ
দেবশ্রী মুখার্জী : ১৭ ই ডিসেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ন্যাচারাল ফার্মিং কে প্রাধান্য দিয়ে এক সামাজিক অনুষ্ঠান |
সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিশেষ অতিথি রুপে উপস্থিত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ , ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক পি বি শর্মা , আমিতি বিশ্ববিদ্যালয় গুঁরগাঁও, হরিয়ানার সহ উপাচার্য ও মেন্টর অধ্যাপক আর কে খন্ডাল ও অন্যান্যদের উপস্থিতিতে শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠানের |
এই সংস্থার সম্পাদক সৌমেন কোলে ও সংস্থার অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বদের বক্তব্যে ন্যাচারাল ফার্মিং কে প্রাধান্য দিয়ে জানানো হয়, দেশের কৃষ্টি ও সংস্কৃতি ও মানব সম্পদের অন্যতম হল আদিবাসী সমাজ |
তাদের উন্নতি সাধানে ও স্বনির্ভর ভারত গড়তে গত ৩৫ বছর ধরে সমাজের অবহেলিত আদিবাসী তপশিলি জাতের সামাজিক বিকাশে কাজ করে চলেছে এই সংস্থা। এর সাথে ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে কিভাবে আরও উন্নততর ও বৃহত্তর পরিসরে ফসল ফলানো সম্ভব তার বিবিধ বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে কৃষি ক্ষেত্রে ফলদায়ক হবে সে বিষয়টি আলোচিত হয় এছাড়া লাক্ষাচাষ , মৌচাক পালন , মৎস্য চাষ ইত্যাদি প্রাকৃতিক চাষের মধ্যে দিয়ে যে গ্রামীণ উন্নয়নের সাথে বহু কর্মসংস্থানও বাড়বে তাও উল্লেখিত হয় । এরপর এই সংস্থার সাথে যুক্ত প্রায় দশ জন ব্যক্তিত্বদের তাদের ভালো কাজের জন্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মানও প্রদান করা হয় |