নব বাংলা পরিষদের রবীন্দ্র জয়ন্তী পালন

নব বাংলা পরিষদের রবীন্দ্র জয়ন্তী পালন

নিউজ ডেস্ক : ৮ই মে নিউটাউনের মিসট্রিজ এন্ড মোকা টেরাকোটা টেলস্ রেস্তোরায় বাঙালীরপাশে বাঙালি, এই নীতি নিয়ে পথ চলা সংগঠন ‘নব বাংলা পরিষদ ‘ এর সদস্যরা ২৫ শে বৈশাখে ১৬৩ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন করল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে তারই নাচে , গানে ,কবিতায় তাকে শ্রদ্ধা অর্পণ করে | এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , বাংলা ভাষা ব্যবহারে বৃদ্ধি , বাংলার কৃষ্টি ,সংস্কৃতি , ঐতিহ্য , রক্ষায় তারা কাজ করবে আগামী দিনে |

শুধু তাই নয় বাংলা বা তার বাইর যদি কোন বাঙালি বাংলা ভাষার জন্য কোনরূপ সমস্যার সম্মুখীন হন তার পাশে থেকে তাকে আইনী সাহায্যও করা হবে | বাঙালীর নাগরিক অধিকার রক্ষা , বাংলা কে বঞ্চনা ইত্যাদি বিবিধ বিষয়ে তারা লড়াই করবে এই সংগঠন থেকে | বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই সংগঠনে যুক্ত হয়েছেন |এদের শাখা ইতিমধ্যে বাংলার বাইরে যথা ব্যাঙ্গালোর , বোম্বে ,দিল্লি, ও আন্তর্জাতিক স্তরে ঢাকা ,সিলেট, নিউ ইয়র্ক লন্ডন ,সিডনি ,দুবাই , ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছে |

এদিন সন্ধ্যায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সাংবাদিক ও সমাজ কর্মী অনিন্দ্য চ্যাটার্জি ,এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, আই জি বিএসএফ সোমেন মিত্র , ডঃ কুনাল সেনগুপ্ত , সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোনালী মিত্র ,দীপক দাস, জিনিয়া রায় ,সুব্রত ঘোষ , শর্মিষ্ঠা মুখার্জি , ডঃ বীর বিক্রম রায় সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )