নতুন বছরে নতুন খাবারের
নিউজ ডেস্ক : নতুন বছর কে স্বাগত জানাতে নতুন খাবারের আইটেমে সেজে উঠেছে সল্টলেক সিটি সেন্টার ওয়ানের বিপরীতে অবস্থিত স্পাইস ক্লাব রেস্তোরা ৷ নতুন বছর 2024 কে স্বাগত জানাতে পিওর ভেজিটেরিয়ান রেষ্টুরেন্ট স্পাইস ক্লাব নিয়ে এল veg খাবারের বিভিন্ন ভ্যারাইটি ৷
এখানে অল্প বয়সীদের আড্ডায় বিভিন্ন স্ন্যাকস আইটেমের সাথে ফেমিলি নিয়ে লাঞ্চ বা ডিনারের রয়েছে সু ব্যবস্থা ৷ এখানকার মূল আকর্ষন হল বিভিন্ন ধরনের চাট , স্ট্যাটার , মেন কোর্স ও ডেজার্টের ভ্যারাইটি আইটেম | যে গুলির মধ্যে উল্লেখযোগ্য ড্রিংসে ওরেঞ্জ স্নো , গুলাবো , আইস স্পেয়ার , ইত্যাদি ৷ স্ট্যাটারে আলু ভারবা , দহি কা কাবাব , মালাই ব্রোকলি , নানজা সহ আরো অনেক কিছু আর ডেজার্টে বাবলিং কুলফি , থানডার কোকোনাট , ফ্লাওয়ার পট ছাড়াও আরো রকমের খাবার যা পটের সাথে ভরিয়ে তুলবে মন কেও ৷ এই সব খাবারের স্বাদ পেতে পরিবারের সাথে হোক বা বন্ধুদের সাথে সল্টলেকের সিটি সেন্টারের বিপরীতে স্পাইস ক্লাব রেস্টুরেন্টে আসতে হবে ৷