ধর্মঘটের পথে ইউনিয়ন ব্যাংক আধিকারিকরা

ধর্মঘটের পথে ইউনিয়ন ব্যাংক আধিকারিকরা

সন্দীপন মান্না : ১৫ ই সেপ্টেম্বর কলকাতার এক নামী হোটেলের কনফারেন্স হলে অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই ব্যাংক আধিকারিকদের উপস্থিতিতে ষষ্ঠতম কোর কমিটি মিটিং | যেখানে বর্তমান সময়ে এই ব্যাংকের আধিকারিকদের কিছু বক্তব্য সামনে আসে যার ফলে জানা যায় আগামী ২৭ শে সেপ্টেম্বর সর্বভারতীয় স্তরে ইউনিয়ন ব্যাংক আধিকারিক ও কর্মীবৃন্দরা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন | সংগঠনের পক্ষ থেকে এই দিন জানানো হয় দীর্ঘ সময় ধরে ব্যাংকের শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ না হওয়ার ফলে কাজের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে ফলে বর্তমান কর্মরত কর্মীদের অতিরিক্ত কাজের চাপ , মানসিক চাপ বৃদ্ধির সাথে কর্মক্ষেত্রে কর্মীদের আত্মহত্যার প্রবণতা ও বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত | এর সাথে এদিন এত জানানো হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পূর্ব সময় ধরেই এই সংগঠন থেকে কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা জানানো হয় কিন্তু তাতে আশা রূপ ফল না হওয়ায় এরই প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয় | এর পরও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কর্ণপাত না করে তাহলে এই আন্দোলন বৃহত্তর হবে এমনটাই জানানো হয় সভা থেকে | উক্ত সভায় বক্তব্য রাখতে এই দিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফিসার্স ফেডারেশনের সর্বভারতীয় শাখার জেনারেল সেক্রেটারি পি এম বালাচন্দ্রা , ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীনাথ ইন্দ্রছুদা , প্রেসিডেন্ট উপেন্দ্র কুমার এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মিডিয়া কনভেনর রাজেশ কুমার যাদব , ডেপুটি জেনারেল সেক্রেটারি দেবব্রত দাস সহ অন্যান্য ব্যাংক আধিকারিকরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )