দেব দীপাবলি উৎসব পালন
দেবশ্রী মুখার্জী : হাওড়ার বাঁধা ঘাটের গঙ্গার তীরে অবস্থিত শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির ১৯ ৫২ সালে নির্মিত একটি প্রসিদ্ধ মন্দির | এই মন্দিরের বিশেষত্ব ৬১ ফুট লম্বা ভগবান শিবের মূর্তি ৷ এই মন্দিরের ট্রাস্টি সুধীর জালানের বিশেষ তত্ত্বাবধানে প্রথমবার মন্দিরে উদযাপিত হল ‘দেব দীপাবলী’ উৎসব |
২৭ শে নভেম্বর মন্দির প্রাঙ্গনে মহাপূজো ও মন্দির সংলগ্ন গঙ্গারতীরে ‘ গঙ্গা আরতির’ মধ্য দিয়ে উদযাপিত হল এই উৎসব | এদিন দেব দীপাবলি মহোৎসব পালনে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমের প্রধান স্বামী চিদানন্দ সরস্বতী মুনি জী | গঙ্গাবক্ষে হাজারো প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতীর মধ্য দিয়ে অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতীক রূপে উদযাপিত হল দেব দীপাবলী উৎসব |
CATEGORIES সোস্যাল