দশম তম ভারত গৌরব অনন্য সম্মান 2024
সন্দীপন মান্না : রিপোটার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২৫ শে সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো দশম তম ভারত গৌরব অনন্য সম্মান ২০২৪। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের এই দিন মঞ্চ থেকে সম্মান জানানো হয় |
উক্ত অনুষ্ঠানে সম্মান প্রাপকেরা হলেন আইনজীবী দেবদানী ঘোষ , তপন জানা , দেব কুমার দে , অপর্ণা দে , হাসির রাজার সিন্টু , জেনিভা রায় , ভোলানাথ দাস , ও হাঁটু বাবা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী , ক্লাব সভাপতি দেবযানীর ঘোষ , সম্পাদক অনুপ কুমার বর্ধন , প্রধান অতিথি দেব কুমার দে , বিশেষ অতিথি তপন জানা , সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার , সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন | অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন |